কলকাতা, ৬ ফেব্রুয়ারি : ইডি অভিযানের পরম্পরা দেখে এর নেপথ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সোমবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা সংবাদমাধ্যমে খোলসা করতে চাননি শুভেন্দু। তবে কলকাতায় পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেছিলেন,‘অ্যাকশন হবে’। তাঁর এও দাবি ছিল, যা হবে সব ফেব্রুয়ারিতেই। শুভেন্দুবাবু এই কথা বলার পর ঘটনাচক্রে মঙ্গলবার সকাল থেকে বাংলার ৪ জেলার ৬ জায়গায় ইডি হানা শুরু হয়েছে। এখানেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। শশী পাঁজা এই ইডি হানা নিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকেই দায়ী করে বলেন, “আজ সকাল থেকে ইডি অভিযান চলছে। আপনারা শুধু ক্রোনোলজি দেখুন। শুভেন্দু অধিকারী গতকাল দিল্লি থেকে ধমকানি-চমকানি দিয়েছেন। অনেকের সঙ্গে দেখা করেছেন কিন্তু এটা বলছেন না যে কী নিয়ে আলোচনা হয়েছে। শুধু বলেছেন, বাংলা দেখতে পাবে আগামী দিনে কী হয়।''
তৃণমূলের দাবি, বাংলায় একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে বলে বিজেপি যে প্রচার করতে চাইছে তা ভিত্তিহীন। শশী পাঁজার কথায়, কেন্দ্রের সরকার সংসদে জানিয়েছে যে, সারা দেশে ১০ লক্ষের বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। এরমধ্যে উত্তরপ্রদেশে ৩ লক্ষ ৬৪ হাজার এবং মধ্যপ্রদেশে ১ লক্ষ ২৩ হাজার জব কার্ড বাতিল হয়েছে। বাংলায় বাতিল হয়েছে মাত্র ৫ হাজার ৬০০-র মতো জব কার্ড। এবং সেটা হতেই শুধু বাংলায় এই প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে।