kolkata

1 year ago

Mandir Bazar Violence:রণক্ষেত্র মন্দিরবাজার,তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজি,গুলিবিদ্ধ এক বিজেপি সমর্থক

Hot temple market in the morning.
Hot temple market in the morning.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার। অভিযোগ, বুধবার ভোরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। গুলি চালনারও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুর গ্রামে এদিন সকাল থেকে বোমাবাজি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল অশান্তি চলছে। দুই দলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মন্দিরবাজার। গুলি চলছে এলাকায়।

জানা গেছে, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন একজন বিজেপি সমর্থক। তাঁকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে।

গত ডিসেম্বর মাসে পারিবারিক বিবাদের জেরে মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছিল মন্দিরবাজারে। গতকাল থেকে আবারও বোমাবাজি শুরু হয়েছে। এলাকাবাসীরা বলছেন, বোমাবাজি-গুলিতে অনেকই জখম। আহতদের প্রথমে নাইয়ারাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়ছিল। সেখান থেকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।

এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। এদিন সকাল থেকে অশান্তি চরম আকার নিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাবাজি করছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। গোটা এলাকায় তল্লাশি চলছে।


You might also like!