Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Chandrima Bhattacharya: রাজভবনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে হুঙ্কার চন্দ্রিমার!

Chandrima Bhattacharya & CV Anand Bose (File Picture)
Chandrima Bhattacharya & CV Anand Bose (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাজভবন। এবার মুখ খুললেন চন্দ্রিমা। হুঙ্কার দিয়ে বললেন, “আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই।”

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী অভিযোগ করেন তাঁকে কুপ্রস্তাব দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। কমপক্ষে দুবার তাঁর শ্লীলতাহানি করা হয় বলেই দাবি নির্যাতিতার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে কর্মরত পুলিশদের কাছে ছুটে যান ওই মহিলা। কাঁদতে কাঁদতে শ্লীলতাহানির অভিযোগ করেন। এর পর তাঁকে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়। ডিসি সেন্ট্রালের সামনে গোটা ঘটনা জানান। পরবর্তীতে ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন রাজ্যের অর্থমন্ত্রী। কড়া ভাষায় রাজ্যপালকে আক্রমণ করেন তিনি। পরবর্তীতে রাজভবনের তরফে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্পষ্টভাবে জানানো হয় যে, রাজভবনে আর প্রবেশ করতে পারবেন না রাজ্যের অর্থমন্ত্রী।

এই নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। রাজ্যপালের আইনি পদক্ষেপের হুঁশিয়ারির পালটা দিয়ে তিনি বলেন, “আমি আইনকানুন বুঝি। উনি যা পদক্ষেপ করার করুন। আমিও থেমে থাকব না।” নিষেধাজ্ঞা উড়িয়ে তিনি বলেন, “আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়ার অধিকার কারও নেই।”

You might also like!