Country

1 hour ago

Weather update: দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস আইএমডি-র

IMD Forecasts Heavy Rainfall in Several States Today
IMD Forecasts Heavy Rainfall in Several States Today

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : আগামী কয়েকদিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মাসের ২৫ তারিখ পর্যন্ত মধ্য ও দক্ষিণ ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, সিকিম, বিহার, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা ও তেলেঙ্গানাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!