দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২-১২ ফেব্রুয়ারি রাজ্যে চলবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে বেশকিছু লোকাল ট্রেন। ২-১২ ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে অতিরিক্ত স্টপেজ। জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, পূর্ব রেলের শিয়ালদহ শাখায়, বেশ কিছু ট্রেনে আমরা অতিরিক্ত স্টেপেজ দিয়েছি। যেমন ধরুন পলতা, জগদ্দল, কাঁকিনাড়া। ৮ টা ২২ এ পলতায় যে ট্রেনটি দাঁড়াবে, ৮ টা ২৯ এ জগদ্দল, কাঁকিনাড়ায়-এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে। একইভাবে ওইদিক থেকে পলতা, জগদ্দল থেকে ৮ টা ১৫, ৮ টা ১৭, ৮ টা ২৫ এর লোকালটাও যাবে। এই সুবিধাটা থাকছে আমাদের ২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি।
৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি ৮ টা ২২ নাগাদ দাঁড়াবে জালালখালি।
৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি , পলতা-জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:২২, ৮:২৯,৮:৪২ মিনিটে।
৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল , জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:৫৬, ৮:৫৮ মিনিটে।
৩৩৮১৯ শিয়ালদা-বঁনগা লোকাল, ৯:০১ মিনিটে বিভূতিভূষণ হল্ট-এ দাঁড়াবে
৩৩৩৬৩ বারাসাত-বঁনগা লোকাল সংহতি এবং বিভূতিভূষণ হল্ট-এ ৯:০৬ এবং ৯:২৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল দুপুর ১ টা ০৫ নাগাদ দাঁড়াবে জালালখালি।
০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা-তে দুপুর ১ টা ১৩ মিনিটে, ১টা ২০মিনিটে, ১টা ২৮ মিনিটে এবং দুপুর ২ টা ১৪ মিনিটে।
৩১৭৬৯ রানাঘাট-লালগোলা ট্রেনটি জালালখালিতে দুপুর ১ টা ৩৮ মিনিটে দাঁড়াবে।
৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দলে দাঁড়াবে দুপুর ১ টা ৪৭ মিনিটে।
৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল জালালখালিতে দাঁড়াবে দুপুরে ২ টা ১৭ মিনিটে।
০৩১৪০ রানাঘাট-শিয়ালদা স্পেশাল সকাল ৮টা ১৫, ৮ ১৭ এবং ৮ টা ২৫ মিনিটে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা স্টেশনে দাঁড়াবে।
৩১৮১৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা দাঁড়াবে সকাল ৮টা২৪ মিনিট এবং ৮টা ৩৪ মিনিটে জগদ্দল ও পলতায়।
৩১৮০২ কৃষ্ণনগর -শিয়ালদা লেডিস স্পেশ্যাল ৮ টা ৪৪ মিনিট নাগাদ জালালখালিতে দাঁড়াবে।
৩১৯১৬ গেঁদে-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া ও জগদ্দলে ৮ টা ৫৬ মিনিট এবং ৮ টা ৫৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২০ কৃষ্ণনগর -শিয়ালদা লোকাল জালালখালিতে ৯ টা ০৪ মিনিটে দাঁড়াবে।
০৩১১৬ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল কাঁকিনাড়া, জগদ্দল, এবং পলতায় ৯ টা ৭ মিনিটে , ৯ টা ৯ মিনিটে এবং ৯ টা ১৬ মিনিটে দাঁড়াবে।
৩৩৩৬২ বঁনগা-বারাসাত লোকাল বিভূতিভূষণ হল্ট-এ সকাল ৯ টা ৩৩ মিনিটে দাঁড়াবে।
০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল পায়রাডাঙা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় দুপুর ১ টা ২২ মিনিট, দুপুর ২ টা ৮ মিনিটে, দুপুর ২ টা ১০ মিনিট এবং দুপুর ২ টা ২১ মিনিটে দাঁড়াবে।
৩৩৮৩৬ বঁনগা-শিয়ালদা লোকাল বিভূতিভূষণ হল্ট-এ দুপুর ২ টা ১৮ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৮ কৃ্ষ্ণনগর-শিয়ালদা লোকাল জালালখালিতে দুপুর ২ টা ১৯ মিনিটে দাঁড়াবে।
মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। আগামী মাসেই শুরু হচ্ছে দুই পরীক্ষা। ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে পরীক্ষা। তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, সময়ের বদল হলেও বদলাচ্ছে না সূচি। অর্থাৎ যে দিন যে পরীক্ষা হওয়ার কথা, সেদিন সেই পরীক্ষাই হচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়। এবার সকাল ৯.৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ দুপুর ১টায়। অন্যদিকে, মাধ্যমিক শেষ হলেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতদিন পরীক্ষা শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়। সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়ার আগে নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের আধিকারিকরা। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ডিএম এসপিরা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়।