কলকাতা, ১ এপ্রিল: বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে, তাই কলকাতা বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিধাননগরের ডেপুটি কমিশনার ও বিমানবন্দর কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ারপোর্ট, নারায়ণপুর, বাগুইআটি, নিউটাউন, রাজারহাট, সল্টলেকের একাংশে লেজার আলো ব্যবহারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিধাননগর কমিশনারেটের নির্দেশিকায় বলা হয়েছে, এই এলাকায় বিভিন্ন ব্যাঙ্কোয়েট, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও বহুতলে লেজার আলো ব্যবহার করা হচ্ছে। এর ফলে রানওয়েতে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে বলে জানা গেছে। সেই কারণেই লেজার আলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত।