দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন প্রত্যেকদিন বসন্তের সকালের শুরু হচ্ছে হালকা শীতের মধ্য দিয়ে। এবং বেলা বাড়ার সাথে সাথে গরমে ঘামতে হচ্ছে সাধারণ মানুষকে। ফেব্রুয়ারির শেষ পর্যায় এসেও আবহাওয়ার রদবদলকে উসকে দিচ্ছে অসময়ের বৃষ্টি। চলতি সপ্তাহে বাংলায় দেখা মিলেছে তার। সঙ্গে দেখা মিলেছে শিলাবৃষ্টি ও ঝড়ের। আজ রবিবারে ঠিক কি বানী শোনাতে চলেছে আলিপুর আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ছুটির দিনেও বৃষ্টি ভিজতে পারে বাংলা। হাওয়া অফিস সূত্রে প্রাপ্ত খবর অনুসারে জানা যাচ্ছে বজ্র-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে বসন্তের এই বৃষ্টির এই গল্প এখনই শেষ হওয়ার নয়। আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায়। তবে বাকি জেলায় তেমনভাবে বৃষ্টির সম্ভাবনার বাণী শোনায়নি আলিপুর। সেখানকার আবহাওয়া মূলত শুস্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতের জেরে। আজ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। আগামীকাল পুরুলিয়া, বীরভূমের পাশাপাশি পশ্চিম বর্ধমান বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া: শনিবার বৃষ্টি হতে পারে বলে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায়। বাকি জেলাতে শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।