দুবাই, ২৫ সেপ্টেম্বর : এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাতে বাংলাদেশকে ৪১ রানে হারাল ভারত। সুপার ফোর পর্বে টানা দুই জয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা পৌঁছে গেল টুর্নামেন্টের ফাইনালে।ভারতের জয়ে সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার বিদায়। বাংলাদেশ বৃহস্পতিবারই মুখোমুখি হবে পাকিস্তানের। দুবাইয়ে ম্যাচটি কার্যত সেমি-ফাইনাল। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে ট্রফির লড়াইয়ে।
ভারতের ইনিংসে অভিষেক শর্মার আরেকটি বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনীতে প্রথম ১১ ওভারে ভারত তোলে ১১২ রান। ৬ চার ও ৫ ছক্কায় ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক। তিনিই হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। তবে শেষ ৯ ওভারে ভারত করতে পেরেছে ৫৬ রান।১৬৯ রান তাড়ায় করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১২৭ রানেই। বোলারদের দারুণভাবে ঘুরে দাঁড়ানোর লড়াইকে ব্যর্থ করে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। একমাত্র সাইফ ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটসম্যান সুবিধা করতে পারেনি। সইফ ৫ ছক্কায় করেন ৫১ বলে ৬৯ রান।ভারতের বোলিং এ বুমরাহ ২, বরুন ২ ও কুলদীপ ৩ উইকেট নেন।