kolkata

3 weeks ago

Sealdah Metro Service disrupted: শুক্রবার সকালে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

Sealdah Metro Service disrupted
Sealdah Metro Service disrupted

 

কলকাতা, ১১ জুলাই : শুক্রবার সকালে ফের মেট্রো বিভ্রাট। এ বার গ্রিন লাইন ১-এর যাত্রীদের ভোগান্তি হলো। সূত্রের খবর, এদিন সকাল ৭টা থেকে গ্রিন লাইন ১-এ আংশিক পরিষেবা পাওয়া গিয়েছে। শুধুমাত্র সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে চলাচল করছিল মেট্রো। সকাল সকাল বহু যাত্রী শিয়ালদহ আসার জন্য মেট্রো পরিষেবার উপরে ভরসা করে থাকেন। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। সকাল ৮টা ৪০ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয় এবং শিয়ালদহ পর্যন্ত মেট্রো যাতায়াত করতে শুরু করে। কর্মব্যস্ত দিনে মেট্রোর এই সমস্যার জন্য ভোগান্তি পোহাতে হয় তাঁদের।


You might also like!