কলকাতা, ৪ আগস্ট : ভারতীয় সঙ্গীত ইতিহাসে চির ভাস্বর কিশোর কুমার। ধ্রুপদী, রবীন্দ্র সঙ্গীত, রক আ্যন্ড রোল, নৃত্য প্রভৃতি ধরন তুলে ধরেছেন কর্মময় সঙ্গীতজীবনেই। বাংলা, হিন্দি, উর্দু নিয়ে ১০ টি ভাষায় সঙ্গীত জগতের মধ্যে অনায়াসেই পদচারণা লিপিবদ্ধ। নেপথ্য পুরুষ শিল্পী হিসেবে ৮ বার জিতেছেন ফিল্মফেয়ার সম্মান। শুধু তাই নয়, চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল ও সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে ও বিবেচিত - কিশোর কুমার। চারটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত তাঁর জন্মদিন ৪ আগস্ট ও দ্বিতীয়ত ৪ টের সময়। তৃতীয়ত জীবনে বৈবাহিক সম্পর্ক ৪ টি। চতুর্থত ৪টি বাংলা ছায়াছবি তথা চলচ্চিত্রে পারদর্শী অভিনয় করেছেন।
সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি সোমবার জানিয়েছেন, প্রবাদপ্রতিম সঙ্গীত, গীতিকার, সুরকার, অভিনেতা কিশোর কুমারের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য। তিনি ছিলেন নিখিল ভারতীয় বাঙালি প্রতিভার সাফল্যের প্রতীক। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে তিনি তাঁর প্রতি ও শ্রদ্ধা জানিয়ে ওই বক্তব্য লিখেছেন। উল্লেখ্য, রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কিশোর কুমারের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অঙ্গ হিসেবে রবীন্দ্র সদনে রয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা কিশোর কুমারের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
তিনি ছিলেন নিখিল ভারতীয় বাঙালি প্রতিভার সাফল্যের প্রতীক।