kolkata

1 hour ago

Kolkata weather update:ভ্যাপসা গরম মহানগরীতে, উত্তরবঙ্গে জারি বৃষ্টির সতর্কতা

North Bengal rain warning
North Bengal rain warning

 

কলকাতা, ৫ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি হচ্ছে। তবুও ভ্যাপসা গরম কাটছেই না, উল্টে ঘর্মাক্ত গরমে অস্বস্তি অনুভূত হচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখনও জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৭ আগস্ট পর্যন্ত। তারপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনও সতর্কতা নেই।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি প্রত্যাশিত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!