West Bengal

3 hours ago

Shuvendu Adhikari:পশ্চিমবঙ্গে তোষণের সরকার চলছে, তা সবার জানা : শুভেন্দু অধিকারী

Shuvendu Adhikari statement
Shuvendu Adhikari statement

 

শিলিগুড়ি, ৫ আগস্ট: পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে তোষণের সরকার চলছে, তা সবার জানা।

মঙ্গলবার সকালে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "পশ্চিমবঙ্গে তোষণের সরকার আছে, সবাই জানে দুর্গাপুজোর জন্য আদালতের অনুমতি প্রয়োজন, রাম নবমীর শোভাযাত্রায় পাথর ছোঁড়া হয়, এবং হিন্দু উৎসবের সময় গুরুতর ঘটনা ঘটে।"

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, "বিহারে পুরো রাজ্য সরকার এসআইআর-এ নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্বাচন কমিশনকে সমর্থন করা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের পরিস্থিতির কারণে, রাজ্য সরকার নির্বাচন কমিশনকে সমর্থন করবে না।"

You might also like!