কলকাতা, ৪ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে, তবে ভারী বৃষ্টি হচ্ছে না কোথাও। তাই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, মানোরমের পরিবর্তে আবহাওয়া হয়ে উঠছে ঘর্মাক্ত ও অস্বস্তিকর। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও অবশ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রত্যাশিত। বিশেষ করে পাহাড় ঘেঁষা জেলাগুলিতে। সোমবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন ছিল শহর ও শহরতলির আকাশ।