West Bengal

11 hours ago

Suvendu Adhikari: চোর! চোর! শুভেন্দুকে দেখেই কালো পতাকা, গাড়ি ভাঙচুর কোচবিহারে

Suvendu in Cooch Behar
Suvendu in Cooch Behar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ঘটনা ঘটল কোচবিহারে। অভিযোগের তির তৃণমূলের দিকে। জানা গিয়েছে, শুভেন্দুর গাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধু তা-ই নয়, তাঁর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়। সেই গাড়ির কাচ ভেঙেছে।

বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনা নিয়ে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেই মতো তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছোন। তার পর তাঁর কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। জানা গিয়েছে, বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ তাঁর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোলেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

(এই প্রতিবেদনটি সদ্য প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্য শিগগিরই যুক্ত করা হবে। সর্বশেষ আপডেট পেতে পৃষ্ঠাটি কিছু সময় অন্তর রিফ্রেশ করতে থাকুন।আমরা দ্রুততম সময়ে খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও, তথ্যের যথার্থতা সম্পর্কে আমরা সর্বদা সচেতন। কোনও তথ্য প্রাপ্তির পর তা যাচাই না করে আমরা প্রকাশ করি না। ভুয়ো খবর বা 'ফেক নিউজ'-এর বিস্তার রুখতে এই সতর্কতা অত্যন্ত জরুরি। )

You might also like!