Country

2 hours ago

PM Modi: পাকিস্তানের হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা, মোদিকে সংবর্ধনা সংসদে!

PM Modi Felicitated by NDA MP
PM Modi Felicitated by NDA MP

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সাফল্যের প্রেক্ষিতে পাকিস্তানের ‘পরমাণু ব্ল্যাকমেল’ কোনোভাবেই সহ্য করা হবে না—এই বার্তা আগেই দিয়েছিল মোদি সরকার। সেই বার্তাই এবার আরও দৃপ্তভাবে প্রতিফলিত হল সংসদে। মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে সেনার সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে পাশ করা হল সংশ্লিষ্ট প্রস্তাব। পাশাপাশি অপারেশন সিঁদুর সফলভাবে পরিচালনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা জানায় এনডিএ নেতৃত্ব। পাশাপাশি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সংসদ অধিবেশনে বিরোধী শিবিরের আচরণের তীব্র নিন্দা করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে ৬-৭ মে অপারেশন সিঁদুর শুরু করে সেনা। সেই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটি। হামলায় মৃত্যু হয় শতাধিক জঙ্গির। পাকিস্তানকে মুখের মতো জবাব দেওয়া সেই অভিযানকে মোদি সরকারের বিরাট সাফল্য হিসেবে তুলে ধরতে কোনও কসুর করেনি সরকার। সংসদের পাশাপাশি বিজেপি নেতাদের ভাষণে বারবার ধরা পড়েছে সেই সাফল্যের কথা। মঙ্গলবার এনডিএর বৈঠকেও তাঁর ব্যতিক্রম হল না। প্রধানমন্ত্রী বৈঠকে প্রবেশ করার পরই সিঁদুরের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করে মোদির গলায় মালা পরান রাজনাথ সিং। অভিনন্দন জানান বাকি নেতৃত্বরা। সিঁদুর সাফল্যে বৈঠকে করতালি ও ‘হর হর মহাদেব’ স্লোগানে অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্রস্তাব পাশ করানো হয়, ‘ভারত কোনও পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। প্রয়োজনে পারমাণবিক ব্ল্যাকমেলের আড়ালে গড়ে ওঠা জঙ্গিঘাঁটিতে অতীতের মতো আবারও ভারত সুনির্দিষ্ট এবং চূড়ান্ত আঘাত হানবে।’

এদিকে দেশের উপরাষ্ট্রপতি পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। তাঁর শূন্যস্থান পূরণ করতে শীঘ্রই হতে চলেছে নির্বাচন। এদিনের বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়। কাকে এই পদে প্রার্থী করা হবে? নির্বাচনে এনডিএ শিবিরের লোকবল নিয়েও বিশদে কথাবার্তা হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। শুধু তাই নয়, বৈঠকে ভাষণ দিতে গিয়ে এনডিএ সরকারের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সাফল্যে বিশেষভাবে জায়গা দেওয়া হয়, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল ও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন।

নিজের ভাষণে চেনা ছকে বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। বিরোধীদের হই হট্টগোলের জন্য বাদল অধিবেশনে এবার একটিও বিল পাশ করানো যায়নি। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ইস্যুতে বিরোধী শিবির অযথা সংসদে বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি ভলেন, “এমন বিরোধী দল কোথায় আছে যারা নিজের পায়ে নিজেই কুড়ুল মারে।”

You might also like!