Game

6 days ago

ICC Women’s ODIs rankings: আইসিসি মহিলা ওয়ানডে র‍্যাঙ্কিং, স্মৃতি মান্ধানাকে টপকে এক নম্বর ব্যাটসম্যান হলেন সাইভার-ব্রান্ট

Nat Sciver-Brunt
Nat Sciver-Brunt

 

দুবাই, ২৯ জুলাই  : মঙ্গলবার প্রকাশিত আইসিসি মহিলা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সাইভার-ব্রান্ট ভারতের তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানাকে এক নম্বর স্থান থেকে ছিটকে দিয়েছে। তবে র‍্যাঙ্কিং তালিকায় হরমনপ্রীত কৌর এবং জেমিমা রদ্রিগেজ উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। ২০২৩ সালে শীর্ষস্থান দখল করা সায়ভার-ব্রান্ট সম্প্রতি ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডেতে সিরিজের সর্বোচ্চ ১৬০ রানের ইনিংসের মাধ্যমে ৭৩১ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থানটি ফিরে পান।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে মোট ১১৫ রান করার পর স্মৃতি (৭২৮) দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। ভারতের অধিনায়ক হরমনপ্রীত ২১তম থেকে ১১তম স্থানে উঠে এসেছেন, যেখানে মিডল অর্ডার ব্যাটসম্যান জেমিমা ১৫তম থেকে ১৩তম স্থানে উঠে এসেছেন। বোলারদের মধ্যে, ভারতের স্পিনার দীপ্তি শর্মা ইংল্যান্ডের সোফি একলেস্টোন এবং অস্ট্রেলিয়ান জুটি অ্যাশ গার্ডনার এবং মেগান শুটের পিছনে চতুর্থ স্থান ধরে রেখেছেন।


You might also like!