Technology

10 hours ago

Redmi 15 5G:৭,০০০mAh ব্যাটারির শক্তি! ভারতে আসছে Redmi 15 5G, ১% চার্জেই চলবে ১৩.৫ ঘণ্টা

Redmi 15 5G
Redmi 15 5G

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :Redmi 15 5G আগস্টেই ভারতে আসছে। শাওমির সাব ব্র্যান্ডটি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি, ক্যামেরা, চিপসেট, ও ব্যাটারির স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ফোনটি Amazon-এর মাধ্যমে বিক্রি হবে বলে জানা গিয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে Redmi 15 5G এর একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। হ্যান্ডসেটটির সবথেকে বড় হাইলাইট হল 7,000mAh ব্যাটারি। ভারতে উপলব্ধ শাওমি বা রেডমির অন্যান্য ফোনগুলিতে এত শক্তিশালী ব্যাটারি নেই। অর্থাৎ Redmi 15 এ দেশে কোম্পানির সবথেকে বড় ব্যাটারির ফোন হতে চলেছে। এছাড়া, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ও গুগলের সার্কেল টু সার্চ ফিচার থাকবে।

ভারতে Redmi 15 5G লঞ্চের তারিখ

সংস্থা তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে, Redmi 15 5G ভারতে আগস্ট 19 লঞ্চ হবে। স্মার্টফোনটির ছবিও প্রকাশ করা হয়েছে৷ মডেলটির পিছনের অংশে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি গোল কাটআউট আছে। ক্যামেরাগুলি লম্বালম্বি অবস্থিত। প্রথম ক্যামেরা রিংয়ের ডানদিকে LED ফ্ল্যাশ রয়েছে। ফোনটি ফ্রস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পল রঙে অ্যামাজন থেকে কেনা যাবে।

চলুন জেনে নেওয়া যাক Redmi 15 5G ফিচার্সসমূহ

ডিসপ্লে-Redmi 15 5G এর সামনে 6.9 ইঞ্চি ডিসপ্লে থাকবে যা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিনের একটি বিশেষ প্রযুক্তি নীল আলো থেকে চোখ সুরক্ষিত রাখবে।

ব্যাটারি-Redmi 15 5G-এর ব্যাটারি কেনার 4 বছর পরেও মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে। এটি 18W রিভার্স চার্জিং সাপোর্ট করার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন। রেডমি আরও জানিয়েছে, নতুন স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারির সবথেকে পাতলা মডেল হবে। ব্যাটারির মাত্র 1 শতাংশ অবস্থাতেও ফোনটি 13.5 ঘন্টা চার্জ ধরে রাখতে পারবে (স্ট্যান্ডবাই)।

ক্যামেরা-ফোনটি রয়্যাল ক্রোম ডিজাইন এবং এরোস্পেস-গ্রেড মেটাল ক্যামেরা আইল্যান্ডের সঙ্গে আসছে। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, এতে AI-সমর্থিত 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

প্রসেসর-রেডমির নতুন ফোনে Snapdragon 6s Gen 3 প্রসেসর ও Xiaomi HyperOS 2 কাস্টম অপারেটিং সিস্টেম পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। 

Redmi 15 5G এর আগমনে বাজেট স্মার্টফোন বাজারে নতুন উদ্দীপনা তৈরি হবে বলেই মনে করা হচ্ছে। এর ৭,০০০mAh বিশাল ব্যাটারি এবং মাত্র ১% চার্জে ১৩.৫ ঘণ্টার ব্যাকআপ দাবি ব্যবহারকারীদের জন্য এক বিশাল সুবিধা হতে পারে। যাঁরা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন এবং চার্জ নিয়ে চিন্তায় থাকেন, তাঁদের জন্য এই ফোন হতে পারে আদর্শ একটি পছন্দ। লঞ্চের পর এই ফোন বাজারে ঠিক কতটা জনপ্রিয়তা পাবে, সেটাই এখন দেখার বিষয়।



You might also like!