কলকাতা, ১০ মে : হিডকোর জমি দখল করে দলীয় কার্যালয় করার অভিযোগ ওঠে। বিষয়টি গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
শুক্রবার মামলার শুনানিতে তিনটি পার্টি অফিস ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি পার্টি অফিস তাঁদের জমিতেই গড়ে উঠেছে বলে এদিন রিপোর্ট দিয়ে জানায় হিডকো। এরপরেই দলই কার্যালয়গুলো ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি।
আদালত সূত্রে খবর, শুধু একটি পার্টি অফিস নয়, হিডকো জমিতে এমন ৩৫ টি আরও রাজনৈতিক কার্যালয় বানানো হয়েছে। আদালতে এমনটাই দাবি করেছেন মামলাকারী। বিচারপতি এদিন বলেন, ‘হিডকো কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাত! নির্মাণ করা হচ্ছে অবৈধ ভাবে! আপনাদের কি কোন নির্দিষ্ট আইন নেই?’ বেআইনিভাবে গজিয়ে ওঠা পার্টি অফিসগুলিকে এরপর ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি।