Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

SSC Recruitment Verdict Effect on Madhyamik:চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে ক'জন মাধ্যমিকের খাতা দেখেছিলেন? নয়া বিতর্ক

SSC Recruitment Verdict Effect on Madhyamik
SSC Recruitment Verdict Effect on Madhyamik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিকে খাতা দেখেছেন চাকরিহারা এবং ‘অযোগ্য’ পরীক্ষকরাও। যা নিয়ে প্রশ্ন শিক্ষামহলে।অনেকেরই মনে প্রশ্ন, যারা খাতা দেখেছেন, তাদের মধ্যে এমন কেউ নেই তো যিনি সম্প্রতি চাকরি হারিয়েছেন। সম্প্রতি প্রায় 26 হাজার চাকরি বাতিল হয়েছে। সেই তালিকায় থাকা কেউ পরীক্ষার খাতা দেখেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিভাবকরা। বহু অভিভাবকের কথায়, "বর্তমানে যে অবস্থা তাতে দাঁড়িয়ে একটা সংশয় থেকে যাচ্ছে।"

যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই। পরীক্ষা শেষে বিদ্যালয়ের তরফে শিক্ষকদের নাম পর্ষদের কাছে পাঠানো হয়। কারা খাতা দেখবেন শুধুমাত্র সেই তথ্যই পর্ষদের কাছে থাকে। বাকি তথ্য নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থাকে।" মূলত এই খাতা দেখার নিয়ম অনুযায়ী কমপক্ষে দু'বছর চাকরি করতে হবে শিক্ষককে। তারপরেই তিনি মাধ্যমিকের খাতা দেখার অনুমতি পান। ফলে হিসাব অনুযায়ী 2016 সালে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের মধ্যে অনেকেই মাধ্যমিক খাতার দেখার কাজে অংশ নিয়েছেন অতীতে। এবার তারা সেই অযোগ্য না যোগ্য তালিকায় রয়েছে, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

শুধুমাত্র মাধ্যমিক নয়, এই বিতর্ক রয়েছে উচ্চমাধ্যমিককে ঘিরেও। 8 মে প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। সেখানেও খাতা অভিযুক্ত শিক্ষকদের হাতে পড়েছে কি না, তা নিয়ে রয়েছে বিতর্ক। এদিকে, প্রায় 26 হাজার শিক্ষক, শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়ায় রাজ্যের স্কুলগুলিতে প্রায় 15 শতাংশ শিক্ষক কমেছে বলেই জানা গিয়েছে। তাই নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "কীভাবে স্কুল পরিচালনা হবে তা জানি না।" মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশের সময়ও একই কথা বললেন তিনি।


You might also like!