কলকাতা, ২২ ফেব্রুয়ারি: সপ্তাহখানেক আগেও শীতের আমেজ ছিল, সেই ঠান্ডা ভাব উধাও। অনুভূত হচ্ছে গরম, চলছে বৃষ্টিও। সবমিলিয়ে এবার ফেব্রুয়ারিতে ‘অন্য বসন্ত’-র সাক্ষী দক্ষিণ ও উত্তরবঙ্গ। আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে তাল মেলাতে পারছেন মানুষজন। বৃহস্পতিবারও কলকাতায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, সকাল থেকেই মেঘলা আকাশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ ছিল মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার পর্যন্ত কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবার ও শনিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলা। শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকা। শনিবার দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হলেও উত্তরের অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
যদিও বৃষ্টির পরেও কমছে না তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কিছু দিন তাপমাত্রার কোনও রকম হেরফের হবে না। এদিকে, অসময়ের এই বৃষ্টির ফলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য কৃষকদের আগে থেকেই সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।