kolkata

1 year ago

Lok Sabha Election 2024:শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভায় থাকছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ

(Left) Prime Minister Narendra Modi. Former Justice Abhijit Gangopadhyay (right)
(Left) Prime Minister Narendra Modi. Former Justice Abhijit Gangopadhyay (right)

 

শিলিগুড়ি, ৯ মার্চ  : শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় থাকছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার বিকেলে শিলিগুড়িতে সভা করবেন মোদী। সেই মঞ্চেই অভিজিৎকেও দেখা যাবে। সকালেই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন তিনি। দাবি করেন, বাংলায় রাষ্ট্রপতি! শাসন জারি হওয়া উচিত।

শনিবার সকাল ১১টা ১৫ নাগাদ বাগডোগরায় নামেন অভিজিৎ। উত্তরবঙ্গের বিজেপি নেতা শঙ্কর ঘোষ তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে সামনাসামনি সাক্ষাৎ হয়নি বলে জানিয়েছেন অভিজিৎবাবু। তাই শিলিগুড়ির সভা নিয়ে তিনি উত্তেজিত।

প্রাক্তন বিচারপতির কথায়, ‘‘আমি অভিভূত, আমার শিহরন হচ্ছে। এই প্রথম ওঁকে আমি কাছ থেকে দেখব।’’ মোদীর সঙ্গে কথা বলবেন? অভিজিৎবাবু বলেন, ‘‘অবশ্যই কথা বলার চেষ্টা করব। বিজেপি যে ভাবে আমাকে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত।’’ বিজেপির নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিজিৎবাবু বলেন, ‘‘অনেকে বলেন, বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে। সেটা ঠিক নয়। আমি এর তাত্ত্বিক ব্যাখ্যা দেব।’’

অভিজিৎবাবু বাগডোগরায় নেমে বলেন, ‘‘রাজ্যে অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে। এটা বেশি দিন চলতে পারে না। ৩৫৬ ধারা জারি হওয়া দরকার। সন্দেশখালিতে কী হল? মুখ্যমন্ত্রী বা সেখানকার সাংসদ এক বারও তো গেলেন না। ভোট যদি অবাধে হয়, আমার ধারণা বিজেপি খুব ভাল ফল করবে। এমনকি, তৃণমূল রাজ্য থেকে মুছেও যেতে পারে।’’

You might also like!