দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে বাণিজ্যিক সাফল্য অর্জনের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সইয়ারা’। ছবিটি আবারও আলোচনায় এসেছে, দর্শকের একাংশ তুলনা টানছেন হৃত্বিক ও অমীশার জনপ্রিয় ছবির ‘কহো না পেয়ার হ্যায়’-এর সঙ্গে। এই বিতর্কে মুখ খুললেন পর্দার সনিয়া, অর্থাৎ অমীশা পটেল।
‘সইয়ারা’ হোক বা ‘কহো না পেয়ার হ্যায়’— দুটিই প্রেমের কাহিনি। মোহিত সূরীর ছবির প্রশংসায় পঞ্চমুখ অমীশা। কিন্তু, তাঁর অভিনীত ছবির সঙ্গে ‘সইয়ারা’র তুলনা টানতে নারাজ অভিনেত্রী। তাঁর ছবি কোনও দিক থেকেই ট্র্যাজিক ছিল না বলে দাবি অমীশার।
‘সইয়ারা’ প্রসঙ্গে অমীশা বলেন, “এ বার বলিউডের বেশ কিছু নতুন মুখের প্রয়োজন। এমন মুখ, যাঁরা দর্শককে ধরে রাখতে পারবেন, যাঁদের মানুষ ভালবাসবেন। এ ভাবেই ভাল অভিনেতা তৈরি হন। এটা জরুরি। সত্যি বলতে, ‘সইয়ারা’ তেমনই একটি ছবি যাকে জেন জ়ি দারুণ ভাবে গ্রহণ করেছে। তবে ‘কহো না পেয়ার হ্যায়’ এমন একটি ছবি যা দেখলে এখনও ২৫ বছর আগের স্মৃতি মনে পড়ে যায়, যার গান শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। সাধারণ মানুষ এখনও ওই ছবির ‘হুক স্টেপ’-এ মজে।”
অমীশা পটেলের কথায়, “‘কহো না পেয়ার হ্যায়’ ছিল এক আনন্দময় ছবি—মজা, গান, দ্বৈত চরিত্র, সবই ছিল। এটি একেবারে বাণিজ্যিক রোম্যান্টিক কমেডি ঘরানার পূর্ণাঙ্গ উদাহরণ। কোনও দিক থেকেই এটি দুঃখের ছবি ছিল না, তাই আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করা যায় না। আমি খুশি যে, জেন জ়ি বা নতুন প্রজন্ম এই ছবির মাধ্যমে নতুন মুখের সঙ্গে সংযুক্ত হতে পারছে, এমন এক ছবি যা ওরা আঁকড়ে ধরে থাকতে পারবে।”
২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশনের ‘কহো না পেয়ার হ্যায়’, যা হৃত্বিক রোশন ও অমীশা পটেলের জন্য সিনেমা জগতে পদার্পণ হয়ে দাঁড়ায়। দেশজুড়ে ছবিটি ৭৩ কোটির বেশি আয় করেছিল। অন্যদিকে, ১২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত ‘সইয়ারা’।