কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল বাইপাসের ধারে আনন্দপুরের বস্তিতে। আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে ঘটছে বিস্ফোরণ। অন্তত ৫০টি ঝুপড়ি ঘর, দোকান পুড়ে ছাই। চার দিক ঢেকেছে ধোঁয়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে।
রবিবার সকাল থেকে কলকাতায় হাওয়ার গতি ছিল খুব বেশি। মনে করা হচ্ছে, সেই কারণে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে নামেন দমকল কর্মীরা। আগুন যেখানে লেগেছে, তার কাছেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ঝুপড়িতে আগুন লাগার ফলে উচমাধ্যমিক পরীক্ষার্থীদের বইপত্র পুড়ে গিয়েছে।