দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতিনি প্রকৃত অর্থেই তারকা প্রার্থী। ঘাটালের দুবারের সাংসদ তো বটেই, তার চেয়েও বড় পরিচয় তিনি বাংলার ছবির সুপারস্টার। এহেন দীপক অধিকারী ওরফে দেবের সম্পত্তির পরিমাণ তো চোখ কপালে তোলার মতো হবেই। তবে সবচেয়ে চিত্তাকর্ষক তথ্য হল, দেবের কাছে হাতঘড়িই রয়েছে ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার! নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় একথা জানিয়েছেন তিনি।
দেবের রয়েছে ২ কেজিরও বেশি সোনা রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকা। দক্ষিণ কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট। যার বাজারমূল্য ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা। দেবের ঋণের বোঝাও কিন্তু কম নয়। ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা ঋণ রয়েছে তাঁর।
দেব ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। যা তাঁর ২০২১-২২ অর্থবছরে আয়ের দ্বিগুণ। ২৬ হাজার ৭৫৮ টাকা হাতে আছে তাঁর। সুপারস্টার হলেও দেব একটিমাত্র গাড়ির মালিক, যেটির বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা।
দেবের কোনও চাষযোগ্য বা অচাষযোগ্য জমি নেই৷ বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে তাঁর মোট বিনিয়োগ ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা।