দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের কলকাতায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এই মারণ ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে গত সপ্তাহে পাঁচ জনের শরীরে। কয়েকজনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তাই নতুন করে শহরের বুকে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে।
জানা যাচ্ছে, কলকাতায় গত এক সপ্তাহে পাঁচ জনের দেহে এই মারণ ভাইরাসের সন্ধান মিলেছে। যাঁদের মধ্যে দুজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা কোভিড পজিটিভ হলেও তাঁরা নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন। তবে শহরজুড়ে বাড়ছে ভাইরাল ইনফেকশন। পাল্লা দিয়ে বাড়ছে শহরবাসীর উদ্বেগও।