Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Sandeshkhali Incident:সন্দেশখালির ঘটনায় হাই কোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই, রাজ্যকে সহযোগিতা করার নির্দেশ

High Court
High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসন্দেশখালিকাণ্ডে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ মুখবন্ধ খামে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।বৃহস্পতিবার কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বন্ধ খামে এই রিপোর্ট প্রধান বিচারপতির কাছে জমা দেন। একই সঙ্গে, তিনি জানিয়েছেন রাজ্য জমি দখল করে  নেওয়ার ঘটনায় হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে।

সিবিআই রিপোর্টে ঠিক কী বলা হয়েছে তা প্রকাশ্যে না এলেও কলকাতা হাইকোর্টে রাজ্যকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। জানানো হয়েছে, জমি দখলের তদন্তে তাঁদের সব রকমভাবে সহযোগিতা করতে হবে সিবিআইয়ের সঙ্গে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাজ্য অসহযোগিতা করলে তদন্ত আরও দীর্ঘায়িত হবে। প্রধান বিচারপতি অবশ্য সিবিআইকে আরও কিছু নির্দেশ দিয়েছে। 

সিবিআইকে বলা হয়েছে, তারা যেন নিজেদের কৌশল প্রয়োগ করে সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের থেকে সঠিক তথ্য বের করে আনে। তার জন্য সাক্ষীদের আত্মবিশ্বাস বাড়ানোর দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই। প্রয়োজনে মহিলা অফিসারদের নিযুক্ত করতে হবে। আগামী ১৩ জুন ফের শুনানি এই মামলার। ওই দিন সিবিআইকে ফের তাদের পরবর্তী রিপোর্ট জমা দিতে হবে আদালতে। 

আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়াল আবার এদিন আরও একটি হলফনামা জমা দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে। তিনি অভিযোগ করেছেন, জমি দখলের অভিযোগ পুলিশ গ্রহণ করলেও নারী নির্যাতনের ঘটনায় অভিযোগ নিচ্ছে না। মহিলারা এখনও নিজেদের কথা বলতে ভয় পাচ্ছে। এই ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে এই মামলায় যুক্ত করার তাঁর আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। 


You might also like!