২ ফেব্রুয়ারি, কলকাতাঃ দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ধর্মতলা বাস টার্মিনাস পাকাপাকিভাবে সরানো নিয়ে। এই প্রসঙ্গে নির্দিষ্ট রায় রয়েছে কলকাতা হাইকোর্টে। তবে এখনও নিশ্চিত নয় কোথায় সরানো হবে ধর্মতলা বাস টার্মিনাস। তবে এরই মাঝে ৭০টি বাসকে বুধবার এসপ্ল্যানেড থেকে পার্কিংয়ের জন্য অন্যত্র স্থানান্তরিত হতে বলা হয়েছে।
এই কারণে রাজ্য পরিবহণ দফতর কলকাতা হাইকোর্টের কাছ থেকে নির্দিষ্ট সময় চেয়ে নিয়েছে। কারণ, জমি চিহ্নিত করা হলেও এখনও সেটি সম্পূর্ণ নয়। তাই ধর্মতলা থেকে কী ভাবে এতগুলি বাসকে সরানো হবে তা এখনও স্পষ্ট নয়।