kolkata

1 year ago

Adhir Chowdhury to Mamata: মমতাকে তোপ অধীর চৌধুরীর

Adhir Chowdhury (File Picture)
Adhir Chowdhury (File Picture)

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি: রাহুল গান্ধিকে ঝাড়খণ্ডে ছেড়ে আসার পর শনিবার মমতার উদ্দেশে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কোনও আগল রাখতে চাইলেন না অধীরবাবু।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলায় রাহুলের যাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। রাস্তার দু’ধারে মানুষ উপচে পড়েছে রাহুল গান্ধীকে দেখতে। দিদিমণির কি তা দেখতে ভাল লাগতে পারে? ওনার মিছিলে দু’হাজার লোকও জুটছে না।”

বাংলায় শাসক দলের উদ্দেশে প্রশ্ন তুলে অধীরবাবু বলেন, “মোদী-দিদি কী শর্তে আঁতাত হয়েছে জানতে চাই। কারণ, দিব্যি দেখতে পাচ্ছি মোদীর ব্যাকরণের সঙ্গে দিদির ব্যাকরণ মিলে যাচ্ছে। কংগ্রেস সম্পর্কে দু’জনেই ঠিক এক কথা বলছেন।”

প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, “এ সবই হচ্ছে খোকাবাবুকে বাঁচাতে। সবার বাড়িতে ইডি, সিবিআই যাচ্ছে, কিন্তু তাঁর বাড়ি যাচ্ছে না। লোকে কি বুঝতে পারছে না!”

শুক্রবার রাহুল গান্ধি সম্পর্কে মমতা একগুচ্ছ আপাত-অপমানজনক মন্তব্য করেন। সে প্রসঙ্গে শনিবার অধীরবাবু বলেন, "এই সব কথা খুবই কুরুচিকর। যে গান্ধী পরিবারের দয়া ও স্নেহ ও সমর্থনের দৌলতে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ, মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কিনা এ কথা বলছেন। অথচ এই মমতাই কদিন আগে বলেছিলেন, রাহুল গান্ধী তাঁর ফেবারিট! এখন বিজেপির গুঁতোয় সব উল্টে গেছে!"

পশ্চিমবঙ্গে রাহুলের যাত্রা নিয়ে গোড়া থেকেই অসন্তোষ প্রকাশ করেছেন মমতা। তাঁর অনুযোগ ছিল, যাত্রার ব্যাপারে রাহুল তাঁকে কিছু জানাননি। শুক্রবার ফের প্রসঙ্গে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশ্যুট করতে এসেছে। যারা কোনওদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়.... বাব্বা বসন্তের কোকিলরা চলে এসেছে”।

You might also like!