দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মমতা- অভিষেকের মান অভিমান পর্বের মাঝেই ৩০ জানুয়ারি দমদম বিমানবন্দর থেকে দিল্লির পথে উড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার ফলে জল্পনা করা হয় মমতার ধরনামঞ্চে কি আদেও দেখা মিলবে অভিষেকের? তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার প্রাপ্য বকেয়ার দাবিতে ৪৮ ঘণ্টার ধরনা সেরেছেন। তবে সেই ধরনামঞ্চ থেকে দুরেই অবস্থান করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের সেদিন এই দুরে অবস্থানের ফলে জল্পনা দানা বাঁধতেই থাকে। কেন একটি বারের জন্যও কেন্দ্রের বিরুদ্ধে মমতার ধরনামঞ্চে অভিষেক উপস্থিত হলেন না? এই নিয়ে দলের অন্দরেও শুরু হয়েছে চর্চা। এই জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক ভগিনী অদিতি গায়েন। সমাজ মাধ্যমে তিনি লিখলেন, 'যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়'। ঠিক কার উদ্দেশে ওই কথা অদিতি ফেসবুকে লিখেছেন, তা স্পষ্ট নয়। তবে তাঁর এই পোস্ট ঘিরেও জল্পনা শুরু হয়েছে। অদিতি অভিষেকের নিকটতম বৃত্তের সদস্য। তিনি নিশ্চয়ই 'সেনাপতি' অভিষেকের সম্মতি ছাড়া এমন একটি বহুমাত্রিক পোস্ট করেননি। তিনদিন হয়ে গেল সেই পোস্ট মোছা হয়নি বরং শতাধিক শেয়ার হয়েছে।