kolkata

1 year ago

Sealdah Main Line : শিয়ালদা মেন লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল!

Sealdah Local Train Service (File Picture)
Sealdah Local Train Service (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেলের কাজের জন্য আজ রাত থেকে শিয়ালদা মেন লাইনে বন্ধ থাকবে একাধিক লোকাল পরিষেবা। পূর্ব রেলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, শিয়ালদা - নৈহাটি সেকশনের ব্যারাকপুর স্টেশন সীমায় ডাউন সাবারবান লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য, ২ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ৩ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত মোট ৩৬০ মিনিট ট্রাফিক ব্লক করা হবে। যার জেরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বেশকিছু ট্রেন বাতিল থাকবে। একনজরে জেনে নেওয়া যাক এই ট্রাফিক ব্লকের কারণে কোন কোন ট্রেনগুলি বাতিল থাকবে।

এই ট্রাফিক ব্লকের কারণে শুক্রবার রাতে শিয়ালদা থেকে বাতিল ৩১৬৩১ ও ৩১৪৪৭ ট্রেন দু'টি। আবার রানাঘাট থেকে বাতিল থাকবে, ৩১৬৩৬ এবং নৈহাটি থেকে বাতিল থাকবে ৩১৪৫০ ট্রেন দু'টি। অন্যদিকে ৩ তারিখ শনিবার শিয়ালদা থেকে বাতিল থাকবে ৩১৩১১ এবং কল্যাণী সীমান্ত থেকে বাতিল থাকবে ৩১৩১৪ ট্রেন দু'টি। এর ফলে শিয়ালদা মেন লাইনের যাত্রীদের আরও একবার হয়রানির শিকার হতে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে


You might also like!