দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলায় ফের আক্রান্ত পুলিশ। মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত উর্দিধারীরা। ৪ জন সাব ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর-সহ মোট ১৩ জন পুলিশকর্মী জখম হয়েছেন। এই ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর।
অভিযোগ, তল্লাশি চালানোর সময়ই সেখানে পুলিশ কর্মীদের ওপর লাঠি, বাঁশ, রড, বটি দিয়ে হামলা চালানো হয়। মারধরের পর জখম পুলিশ কর্মীদের একটি ঘরের মধ্যে আটকেও রাখা হয়।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার বৃন্দাখালি গ্রামপঞ্চায়েত এলাকায়। হামলার খবর পেয়ে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌম্যজিৎ রায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন।
অভিযানে গিয়েছিলেন ৪ জন সাব-ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর-সহ মোট ১৩ জন পুলিশ কর্মী। সকলেই কম বেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। সকলেরই চিকিৎসা চলছে বারুইপুর মহকুমা হাসপাতালে।
লোকসভা ভোটের মাঝে এভাবে পুলিশ আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে পুলিশের কোনও কর্তার প্রতিক্রিয়া জানা যায়নি।
পুলিশ সূত্রের খবর, এদিন বিকেলে সোর্স মারফৎ থানায় খবর আসে বৃন্দাখালি গ্রামপঞ্চায়েতের একটি বাড়িতে মাদক লুকিয়ে রাখা আছে। এরপরই সেখানে অভিযানে যায় থানার পুলিশ বাহিনী। একটি বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশের উপর চড়াও হয় এলাকার কিছু সশস্ত্র মানুষ।
হামলার নেপথ্যে এবং মাদক কারবারের সঙ্গে রাজনীতির কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছেন পুলিশের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, আহত পুলিশ কর্মীদের উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় তল্লাশিও শুরু করেছে পুলিশ।