প্যারিস, ৫ আগস্ট :অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক দৌড় দেখল প্যারিস অলিম্পিক। দ্রুততম মানবের খেতাব জিতলেন আমেরিকার নোয়াহ লাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিকেও দ্রুততম মানব হলেন তিনি। এই মার্কিন তারকা ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন ১০০ মিটার স্প্রিন্টে। তাঁর সমান ৯.৭৯ সেকেন্ড সময় নিয়েও ফটো ফিনিশে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার কিশানে টম্পসন। দুই জনকে পৃথক করেছে সেকেন্ডের হাজার ভাগের ৫ ভাগ সময়। সেকেন্ডের সহস্রাংশে লাইলস (.৭৮৪) এগিয়ে ছিলেন টম্পসনের চেয়ে (.৭৮৯)। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকারই ফ্রেড কার্লি।