International

3 hours ago

Nepal unrest: ধীরে ধীরে ছন্দে ফিরছে নেপাল, কাঠমান্ডুতে গাড়ি চলাচলও শুরু

Nepal's former chief justice Sushila Karki
Nepal's former chief justice Sushila Karki

 

কাঠমান্ডু, ১৩ সেপ্টেম্বর : ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় নেপাল। শনিবার সকালে কাঠমান্ডুতে গাড়ির চলাচল শুরু হয়েছে, কাজেও যেতে দেখা গিয়েছে বহু মানুষকে। নতুন করে অশান্তির কোনও ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ৭২ বছরের সুশীলা কার্কি। সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে ভোটাভুটির মাধ্যমে বেছে নিয়েছে আন্দোলনকারী জেন জি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিদগেলও তাঁর নামে সম্মতি দিয়েছেন।

নেপালের নতুন এই অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছেন নেপালের নাগরিকের। শনিবার সকালে কাঠমান্ডুর এক বাসিন্দা বলেন, "তাঁর (অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি) কাছ থেকে আমাদের প্রধান প্রত্যাশা হল - দুর্নীতি নির্মূল করা এবং অতীতে যারা দুর্নীতিতে লিপ্ত হয়েছে - সে নেতা হোক অথবা কর্মী, তাদের শাস্তি দেওয়া।"

You might also like!