প্যারিস, ৭ আগস্ট : অলিম্পিকের প্রথম দিনেই একজন অ্যাথলিট কোভিডে আক্রান্ত হয়েছিলেন। যত দিন যাচ্ছে অলিম্পিকে কোভিডের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত প্যারিস অলিম্পিকে ৪০ জনের বেশি অ্যাথলিট কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন তারকা অ্যাথলিট। রয়েছেন ১০০ মিটারের ব্রেস্টস্ট্রোক সাঁতারু ব্রিটেনের অ্যাডাম পিটি। অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি পলিস্টার। ডব্লিউএইচও-এর দেওয়া তথ্য অনুযায়ী অসুস্থতার কারণে মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার থেকে তিনি নিজেকে সরিয়ে নেন। তারা মনে করছে, অলিম্পিক কেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৈশ্বিকভাবে নতুন করে বাড়তে পারে। ডব্লিউএইচও বলেছে, কোভিড-১৯ ভাইরাস এখনও ছড়িয়ে পড়ছে এবং তার প্রতিরোধ ব্যবস্থা দেশগুলোকে আরও কঠোর ভাবে নেওয়া প্রয়োজন। ডব্লিউএইচওর মহামারি ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি দফতরের পরিচালক মারিয়া ফন কেরখোভ বলেছেন, ৮৪টি দেশ থেকে পাওয়া তথ্যপঞ্জি অনুযায়ী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের হার ‘গত কয়েক সপ্তাহে বেড়েছে’।