West Bengal

7 hours ago

Howrah News: হাওড়ায় টোটো গ্যারাজে ভয়াবহ আগুন, ছড়ালো আতঙ্ক!

Howrah fire incident
Howrah fire incident

 

হাওড়া, ৯ সেপ্টেম্বর: হাওড়ার বাঁকড়ায় বিধ্বংসী আগুন একটি টোটো গ্যারাজে। গ্যারাজে থাকা টোটোয় আগুন লেগে এই বিপত্তি! এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাঁকড়া কবরপাড়ায় একটি টোটো গ্যারাজে। সোমবার রাত দশটা নাগাদ একটি টোটোতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে টোটোটি। মুহূর্তের মধ্যে আগুন পাশের টোটোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

You might also like!