প্যারিস, ৬ আগস্ট : প্যারিস অলিম্পিকে টানা তিন সোনা জয়ের পর অবশেষে ধাক্কা খেলেন সিমোন বাইলস। শেষটা সোনায় রাঙাতে পারলেন না সিমোন বাইলস। ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে রুপো জিতলেও ব্যালান্স বিমে কোনও পদকই জিততে পারেননি এই মার্কিন অ্যাথলিট। এর আগে মহিলাদের ভল্ট, ব্যক্তিগত অল-অ্যারাউন্ড এবং দলগত অল-অ্যারাউন্ডে সোনা জিতেছিলেন কিংবদন্তি সিমোন বাইলস। আপাতত ৭টি সোনা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। এর সঙ্গে অবশ্য আছে দুটি রূপা এবং দুটি ব্রোঞ্জও।
এর ফলে ১১ অলিম্পিক পদক ও ৩০টি বিশ্ব চ্যাম্পিয়ন পদক নিয়ে বাইলসই এখন অলিম্পিক ইতিহাসের সফলতম মহিলা জিমন্যাস্ট। ২০১৬ রিও অলিম্পিকই বাইলসের সফলতম অলিম্পিক। কারন প্রথম অংশ নিয়ে এই অলিম্পিক থেকে তিনি ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন।