Entertainment

16 hours ago

Akshay Kumar: অক্ষয় কুমারের জুহু সৈকত পরিষ্কারের ছবি ভাইরাল, নেটিজেনদের চোখে 'পাবলিসিটি স্টান্ট'

Akshay Kumar
Akshay Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:প্রতি বছরের মতো এবারও গণেশ চতুর্থীর পর মুম্বাইয়ের জুহু ঘাট আবর্জনায় ভরে যায়। সেই ঘাট পরিষ্কারের জন্য একটি অভিযানে যোগ দেন অভিনেতা অক্ষয় কুমার। এই উদ্যোগে তাকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ এবং বিএমসি কমিশনার ভূষণ গগরানির সঙ্গে দেখা যায়। অক্ষয় কুমার নিজে ঘাটে জমে থাকা পুজোর ফুল, মালা ও অন্যান্য সামগ্রী সরান। এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

পরিবেশকে সুস্থ রাখতে অক্ষয়ের এমন পদক্ষেপ নিয়ে বলতে গিয়ে অভিনেতা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, ” আমাদের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এটা খুব প্রয়োজন। আমাদের দেশের প্রধানমন্ত্রীও এই দিকটিতে জোর দেন। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুই সরকারের কাজ নয় বরং এতি সাধারণ মানুষেরও দায়িত্বের মধ্যে পড়ে।” অক্ষয়ের এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই কটাক্ষের তীর ধেয়ে এসেছে তাঁর দিকে। নেটিজেনরা অক্ষয়ের এই উদ্যোগ লোকদেখানো বলেই সম্বোধন করেছেন। কেউ আবার বলেছেন, ‘ক্যামেরার সামনে এমন করে নিজের ওজন বাড়ানোর চেষ্টা। সব নাটক’।

যদিও এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন অক্ষয়। সম্প্রতি পাঞ্জাবের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অক্ষয়। ত্রাণ বাবদ বন্যার্তদের ৫ কোটি টাকা দান করেছিলেন অভিনেতা। যদিও এহেন অর্থসাহায্যকে অনুদান বলতে নারাজ অক্ষয়। খিলাড়ির কথায়, “এটা অনুদান নয়, বলুন সেবা।” প্রসঙ্গত, গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের ত্রাণ তহবিলে অর্থসাহায্য করলেন অক্ষয় কুমার। যে টাকা দুর্গতদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

You might also like!