দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করার রীতি। হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব এই জন্মাষ্টমী। প্রতি বছরই বৃন্দাবন, মায়াপুর, দ্বারকাসহ দেশের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণ ও গোপালের আরাধনা করা হয়। এই দিন জন্মাষ্টমীর পুজো শুরু হয় মাঝরাত থেকে। কারণ মধ্যরাতে দেবকীর গর্ভে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের জন্ম ছিল ঈশ্বরের পরিকল্পনা। তাঁর জন্মের পর তাঁকে বাসুদেব গোকূলে নন্দরাজার বাড়ি দিয়ে আসেন। সেখানেই মা যশোদার কাছে বড় হন শ্রীকৃষ্ণ।
১৫ না ১৬ আগস্ট, কবে জন্মাষ্টমী?
হিন্দু দৃক পঞ্চং পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ১৫ আগস্ট রাত ১১ টা ৪৯ মিনিটে শুরু ও ১৬ আগস্ট রাত ৯টা ৩৪ মিনিটে শেষ। জ্যোতিষশাস্ত্র মতে, ১৫ আগস্ট গৃহস্থরা ও ১৬ আগস্ট বৈষ্ণবেরা জন্মাষ্টমী পালন করবেন।
রোহিণী নক্ষত্রের অবস্থান
চলতি বছর জন্মাষ্টমী উপলক্ষে রোহিনী নক্ষত্র ১৭ অগাস্ট ভোর ৪টে ৩৮ মিনিট থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট দুপুর ৩টে ১৭ মিনিট পর্যন্ত থাকবে।
জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত
শ্রী কৃষ্ণের জন্ম যেহেতু মধ্যরাতে, তাই মধ্যরাতেই তাঁর পুজো অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ অগাস্ট মধ্যরাত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময়। অন্যদিকে যাঁরা ১৬ অগাস্ট জন্মাষ্টমী পালন করবেন, তারা ১৬ ও ১৭ অগাস্ট রাত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময় পাবেন।