Entertainment

4 hours ago

Ahona Dutta: ‘মেয়েও ঠিক একই শাস্তি দেবে’, অহনার বিরোধী মন্তব্যে গর্জালেন মিশকা!

Actress Ahona Dutta
Actress Ahona Dutta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মা চাঁদনি গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অহনা দত্তের তিক্ত সম্পর্কের কথা ইতিমধ্যেই সকলের নজরে এসেছে। স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে অহনার সম্পর্ক মেনে নিতে পারেননি চাঁদনি, আর তখন থেকেই শুরু হয় সমস্ত দ্বন্দ্বের সূত্রপাত। বর্তমানে অহনা কন্যাসন্তানের মা। খবরটি প্রকাশ্যে আসার পর অনেকেই মন্তব্য করেছেন, “অহনাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে।” এবার সব কটাক্ষের জবাব নিজেই দিলেন অভিনেত্রী।সদ্য মেয়ের এক মাসের জন্মদিন পালন করেছেন অহনা এবং দীপঙ্কর। প্রয়াত শাশুড়ির নামে নামকরণ করেছেন মেয়ের। মীরার নানা ধরনের ভিডিয়ো রোজ নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন। একরত্তিকে দেখে যেমন অনেকেই তাকে ভালবাসা দিয়েছে, তেমনই আবার কেউ কেউ অহনার সঙ্গে তাঁর মায়ের ঝামেলা টেনে এনে খোঁটাও দিয়েছে পর্দার মিশকাকে। একজন লিখেছেন, “তোমারও মেয়ে ঠিক তাই করবে, যা তুমি নিজের মায়ের সঙ্গে করেছ।” আবার কারও মন্তব্য, “ঈশ্বর তোমায়ও মেয়ে দিয়েছেন, সেই একই ভাবে ভুগতে হবে।”

নেতিবাচক মন্তব্যের একটানা চাপ সহ্য করতে না পেরে অহনা আর নিজেকে থামাতে পারলেন না। তিনি উগরে দিলেন মনের সমস্ত বিরক্তি। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মেয়ে যদি কোনো ভুল করে, তার দায়িত্ব শুধু তিনি ও দীপঙ্করকেই নিতে হবে—আর কে নেবে তাঁদের মেয়ের দায়িত্ব? পাশাপাশি অহনা বলেন, মীরা বড় হয়ে যদি তাঁর ভালবাসার মানুষের সঙ্গে থাকতে চায়, তবে তিনি যা কিছু করতেই বাধ্য হবেন। অহনা বলেন, “আমার মেয়ে যদি ভালোবাসার মানুষের সঙ্গে বেরিয়ে যায় বা থাকতে চায়, আমি ফোন করতাম। কারণ, ছেলেটা বাজে হলে আমার মেয়ে কোথায় যাবে? বের হওয়ার আগে বলতাম না, গলার সোনার হার খুলে রেখে যা। দাদু বা দিদার সঙ্গে সম্পর্ক রাখতে বাধা দিতাম না। কাছের কারও মৃত্যুর খবর পেলে, যদি মেয়ে একবার শেষ দেখা করতে চায়, ফোন রাখতাম না। তবে এ বিষয়ে বেশি কথা বাড়াতে চাই না।”অহনার প্রথম ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র শুটিংয়ের সময়ই দীপঙ্করের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর। মায়ের অমতে প্রেম এবং বিয়ে। এখন চাঁদনির সঙ্গে কোনও সম্পর্ক নেই অহনার। এক দিকে পর্দার মিশকা ব্যস্ত তাঁর এক মাসের মেয়েকে সামলাতে। আর তাঁর মা নাচের স্কুল, বাবাকে নিয়ে নিজের মতো করে জীবন গোছানোর চেষ্টা করছেন।


You might also like!