Entertainment

4 hours ago

Alia Bhatt celebrates Ganesh Chaturthi: আলিয়া গণেশ চতুর্থীতে শাশুড়ির সঙ্গে উদযাপন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি!

Alia Bhatt posted pictures from her Ganesh Chaturthi celebrations
Alia Bhatt posted pictures from her Ganesh Chaturthi celebrations

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কাজের তালে তালে পরিবারকেও সমান গুরুত্ব দেন আলিয়া ভাট। বর্তমানে তিনি ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ নিয়ে। তবে এই ব্যস্ততার মাঝেও বাড়িতে আনন্দের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করলেন তিনি। শাশুড়ির সঙ্গে আনন্দঘন মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।

আলিয়া যে ছবিগুলি পোস্ট করেছেন তার মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে একটি সাদা রঙের চুড়িদার পরে রয়েছেন তিনি। দ্বিতীয় ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের শাড়িতে সেজে থাকতে। তৃতীয় ছবিতে শাশুড়ির সঙ্গে ছবি তুলেছেন অভিনেত্রী, যেখানে একটি হালকা সবুজ রঙের চুড়িদার পরে থাকতে দেখা যায় তাঁকে।

বাড়ির গনেশ ঠাকুরের সামনে দাঁড়িয়ে বৌমার সঙ্গে একগাল হাসি দিয়ে ছবি তোলে নিতু কাপুরও। নিতু কাপড় পরেছিলেন একটি সাদা রঙের চুড়িদার। গণেশ পূজো মানেই মোদক, তাই ছবির মধ্যে স্থান পেয়েছে একটি বড় মোদক। তবে এই ছবিতে কোথাও রাহা অথবা রণবীরকে দেখা যায়নি।

প্রসঙ্গত, ২০২২ সালে ১৪ এপ্রিল রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। ২০২২ সালের নভেম্বর মাসে কন্যা রাহাকে স্বাগত জানান এই দম্পতি। শ্বশুর বাড়ির পরিবারের সকলের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক আলিয়ার। মাঝেমধ্যেই শাশুড়ি এবং ননদের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। খুব সম্প্রতি বাড়ির গণপতি বিসর্জনেও যোগ দিয়েছিলেন আলিয়া। সেই ছবিও দেখা যায় সমাজমাধ্যমে।

২০২৪ সালে আলিয়ার সর্বশেষ ছবি জিগরা মুক্তি পায়, তবে ছবিটি বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। আলিয়াকে আগামী সময় দেখা যাবে স্পাই অ্যাকশন থ্রিলার আলফা ছবিতে। এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন ববি দেওল এবং শর্বরী।

অন্যদিকে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার ছবিতে দেখা যাবে আলিয়াকে। আলিয়ার সঙ্গে এই ছবিটা অভিনয় করবেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। ছবিটি আগামী বছর মুক্তি পাবে বড় পর্দায়।


You might also like!