গুয়াহাটি, ২৯ আগস্ট : নির্ধারিত সময়সূচি অনুয়ায়ী আজ শুক্রবার গুয়াহাটিতে অবস্থিত রাজভবনের নবনিৰ্মিত শাখা ‘ব্রহ্মপুত্র উইং’-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজভবন চত্বরে অনুষ্ঠানস্থল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমিতে প্ৰায় ৪৫ কোটি টাকা ব্যয়ে তৈরি ‘ন্যাশলান সাইবার ফরেনসিক ল্যাবরেটরি-নর্থ-ইস্ট’। ভার্চুয়ালি এছাড়া উদ্বোধন এবং শিলান্যাস করেছেন আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলস-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ আবাসন কমপ্লেক্স, ব্যারাক, হাসপাতাল প্ৰভৃতি। এর আগে বৈদিক স্তোত্র উচ্চারণের মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজভবনে স্থারিত মন্দিরে পুজো দিয়ে 'গো পূজন' এবং একটি 'সিঁদুর' গাছের চারা রোপণ করেছেন।অনুষ্ঠানস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া অসমিয়া পরম্পরায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান শিল্পীরা।
এদিকে রাজভবনের নবনিৰ্মিত শাখা ‘ব্রহ্মপুত্র উইং’-এর উদ্বোধন উপলক্ষ্যে আমন্ত্রিত অসমের তিনজন প্রাক্তন রাজ্যপাল যথাক্রমে বনোয়ারিলাল পুরোহিত, অধ্যাপক জগদীশ মুখি এবং গোলাবচাঁদ কাটারিয়া। প্রসঙ্গত গোলাবচাঁদ কাটারিয়া এখন পাঞ্জাবের রাজ্যপাল। অন্য বহুজনের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী রঞ্জিতকুমার দাস, অসম গণ পরিষদের সভাপতি এবং কার্যনির্বাহী সভাপতি তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী অতুল বরা ও কেশব মহন্ত, মুখ্যসচিব ড. রবি কোটা প্রমুখ বহুজন।