Entertainment

4 hours ago

Param Sundari: কম ফিল্ম, বেশি মান—কেন এ ধরনের ছবি আলাদা পরিচয় পায়!

Sidharth Malhotra and Janhvi Kapoor headline this romantic comedy
Sidharth Malhotra and Janhvi Kapoor headline this romantic comedy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পরম (সিদ্ধার্থ মালহোত্রা) একটি স্টার্ট-আপ চালু করতে চায়, যা মানুষকে তাদের সোলমেট খুঁজে পেতে সাহায্য করবে। তার বাবা (সঞ্জয় কাপুর) জানায়, অ্যাপে ইনভেস্ট করার আগে যদি সে নিজেই তার সোলমেট খুঁজে পায়, তবেই বিনিয়োগ করা হবে। নিজের সোলমেট খুঁজতে গিয়ে পরম জানতে পারে সে কেরালায় থাকে, নাম সুন্দরী (জাহ্নবী কাপুর)। সঙ্গে তার বন্ধুকে নিয়ে পরম কেরালায় পৌঁছায় এবং সুন্দরীর হোম-স্টেতে থাকতে শুরু করে। শেষ পর্যন্ত সে সুন্দরীর প্রেমে পড়ে।

অন্যদিকে দেখা যায়, অ্যাপটি পরমকে যে সোলমেটের হদিশ দিয়েছিল, তা সম্পূর্ণ ভুয়ো। সুন্দরীরও একই গ্রামের একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। পরম ও সুন্দরীর প্রেমকাহিনির শেষ কী হলো? আসলে তা জানার জন্য সিনেমা দেখার প্রয়োজন নেই। গল্পটি খুবই চেনা ছকে, হিন্দি ফিল্মের প্রচলিত ফর্মুলা মেনে এগিয়েছে। তাই সিন বাই সিন সিনেমাটি না দেখেও সহজেই পরিণতি অনুমান করা যায়।

শুরু করা যাক অভিনয় দিয়ে। বেশ অনেকগুলো ছবিতে কাজ করে ফেলেছেন সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুর। কিন্তু তাও কেউ এখনও পর্যন্ত অভিনয়টা শিখে উঠতে পারেননি। তাঁদের দেখতে খুব ভালো লেগেছে ফিল্মে। কিন্তু শুধু দেখা দিয়ে এতক্ষণের ছবি টানা বেশ মুশকিল।

পরিচালক বেশি পরিশ্রম করেননি এই ছবিটার জন্য। গতানুগতিক একটা গল্প বেছে নিয়ে কেরালার সুন্দর প্রেক্ষাপটে ছবির শুটিং সেরে ফেলেছেন। সেটা কেরালা ট্যুরিজ়মের অ্যাড তৈরি হচ্ছে ‍নাকি একটা ফিল্ম, তা নিয়ে ভাবার প্রয়োজন অনুভব করেননি। ফিল্মের কমেডি ভাঁড়ামোয় পরিণত হয়েছে। বরং ছবির গানগুলো ভালো। এই ফিল্মে চিত্রনাট্য বলে আলাদা করে কিছু নেই।

কখন পরম আর সুন্দরীর প্রেম হলো, কেন তারা ইমোশনালি কানেকটেড হলো— এই সব িকছুই নেই চিত্রনাট্যে। সুন্দরী নায়িকার প্রেমে পড়বেন সুদর্শন নায়ক, এইটুকুই যথেষ্ট মনে করেছেন লেখক। এ রকম একটা ফিল্ম না দেখলেও কিছু মিস হবে না। আর কিছু দিনের মধ্যে তো কোনও না কোনও ওটিটি-তে চলেই আসবে। তবে তখনও সময় নষ্ট করে দেখবেন কি না, তা ভেবে দেখা দরকার। কারণ ওটিটি প্ল্যাটফর্মগুলোয় দেখার মতো অনেক ভালো ছবি এসে যাবে তার মধ্যে।

 দেশীয় বাজারে ছবির আয় ৬৫% কমেছে, এবং বিদেশে আরও বেশি কমেছে, বক্স অফিসে দীর্ঘ সময় ধরে চলার সম্ভাবনা যে নেই, তা স্পষ্ট। সোমবার, সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবিটি ভারতে মাত্র ৩.৫০ কোটি টাকা নেট আয় করেছে, যা পূর্ববর্তী দিনের ১০ কোটি টাকার চেয়ে অনেক কম। এর ফলে 'পরম সুন্দরী'র মোট দেশীয় সংগ্রহ ৩০.২৫ কোটি টাকা হয়েছে। বিদেশেও, চতুর্থ দিনে ছবিটির গতি কমে গেছে, এবং আন্তর্জাতিক বাজারে এর মোট আয় বর্তমানে ১.৫ মিলিয়ন ডলারের (প্রায় ১২.৫০ কোটি টাকা) নিচে। চার দিন পর 'পরম সুন্দরী'র বিশ্বব্যাপী আয় ৪৯ কোটি টাকা হয়েছে।

You might also like!