Country

6 hours ago

‘Tiranga Rally’ in Srinagar: জাতীয় পতাকা আমাদের পরিচয়, তিরঙ্গার মর্যাদা বজায় রাখতে হবে,ওমর আব্দুল্লাহ

J&K CM Omar Abdullah
J&K CM Omar Abdullah

 

শ্রীনগর, ১২ আগস্ট : "হর ঘর তিরঙ্গা" অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ শ্রীনগরের ডাল লেকের চারপাশে একটি 'তিরঙ্গা যাত্রা' বের করেছেন। এই যাত্রায় জম্মু ও কাশ্মীরের বহু মানুষ স্বতঃস্ফূর্ততায় অংশ গ্রহণ করেছেন।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, "যারা তিরঙ্গার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেননি এবং তিরঙ্গার জন্য নিজেদের উৎসর্গ করেছেন, তাঁরা ভেবেছিলেন তিরঙ্গার যত্ন নেওয়ার জন্য তারা একাই যথেষ্ট। দেশের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করেছিলেন। আমি আশা করি, আমাদের জাতীয় পতাকার সঙ্গে আমাদের সংযোগ কেবল এই অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমাদের জাতীয় পতাকা আমাদের পরিচয় এবং আমাদের এর মর্যাদা বজায় রাখতে হবে।"

You might also like!