শিলিগুড়ি, ১৭ আগস্ট :পশ্চিমবঙ্গে 'দ্য বেঙ্গল ফাইলস' ছবির প্রদর্শনী বন্ধ করার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "এটাই পশ্চিমবঙ্গের আসল পরিস্থিতি, যেখানে গণতন্ত্র টিকে নেই। স্থানীয় প্রশাসন চলচ্চিত্র নির্মাতার কণ্ঠস্বর দমন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ এটা করেছে।"
রবিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেছেন, "এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র; তিনি চান না যে আসল ইতিহাস বেরিয়ে আসুক। এটা গণতন্ত্র, এবং আপনি কাউকে চলচ্চিত্র তৈরি থেকে বিরত রাখতে পারবেন না। বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক চলচ্চিত্র তৈরি হচ্ছে। এমন অনেক বাংলা চলচ্চিত্র আছে যেখানে গুজরাট দাঙ্গার সমালোচনা করা হয়েছে, কিন্তু কেউ তাতে আপত্তি জানায়নি।"