Entertainment

3 hours ago

Ranveer Singh Shaktimaan Movie: শক্তিমান মুভি থমকে গেল কাস্টিং জটিলতায়, মুখ খুললেন মুকেশ খান্না!

Mukesh Khanna
Mukesh Khanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকে বড় হওয়া প্রজন্মের কাছে শক্তিমান ছিল শুধু একটি টিভি অনুষ্ঠান নয়—এটি ছিল শৈশবের নায়ক, নৈতিক শিক্ষার প্রতীক। কিন্তু বহু প্রতীক্ষিত বড় পর্দায় শক্তিমানের প্রত্যাবর্তনের স্বপ্ন আপাতত অনিশ্চয়তার মুখে। মূল শক্তিমান, অভিনেতা ও স্রষ্টা মুকেশ খান্না জানিয়েছেন, পরিকল্পিত চলচ্চিত্র ত্রয়ীর নির্মাণ কাজ আপাতত স্থগিত রয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন “প্রযুক্তিগত সমস্যা” এবং কাস্টিং নিয়ে তীব্র মতবিরোধ। 

গালাত্তা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ খান্না জানান, প্রায় সাত বছর আগে সনি ইন্টারন্যাশনাল ছবিটির নির্মাণের অধিকার পেয়েছিল। তবে তিনি চুক্তিতে স্পষ্ট করে দেন যে চরিত্রটির মূল নীতিমালা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাঁর কথায়— "আইপিআর এখনও আমার কাছে। কিন্তু আমরা তাদের সাত বছরের জন্য চলচ্চিত্র তৈরির অধিকার দিয়েছিলাম। লিখিতভাবে রয়েছে যে শক্তিমানের আত্মা ও মূল্যবোধ পরিবর্তন করা যাবে না।" তবে কাস্টিং বিষয়ে খান্না জানান, তাঁর অনুমোদনের বিষয়টি চুক্তিতে বাঁধাধরা ছিল না। "আমি লিখিতভাবে পাইনি যে অভিনেতা আমার অনুমতি নিয়ে কাস্ট করা হবে। তারা বলে জিজ্ঞাসা করব, কিন্তু শেষ সিদ্ধান্ত তাদেরই হবে। এখানেই গিয়ে সমস্যা আটকে গেছে।" তিনি আরও স্পষ্ট করে দেন, চরিত্রকে বিকৃত করার মতো কোনো পরিবর্তন হলে তিনি তা মেনে নেবেন না। উদাহরণ টেনে খান্না বলেন— "যদি শক্তিমানকে ডিস্কোতে নাচানো হয় আর আমি বলি এটা আমার পছন্দ নয়, তবুও যদি তারা সেটা করে, তাহলে আমাকে জিজ্ঞাসা করার অর্থই কী?" বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন পুরোপুরি থমকে রয়েছে। কাস্টিং নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় কাজ এগোচ্ছে না। তাঁর ভাষায়— "এখন কাস্টিংয়ে মামলা আটকে আছে। পুরো সিনেমা বানানো বাকি। সবই প্রযুক্তিগত কারণে থেমে আছে।"

প্রকল্পটি বড়সড়—তিনটি চলচ্চিত্র, প্রতিটির বাজেট ধরা হয়েছে ১৫০ থেকে ২০০ কোটি টাকা। কিন্তু খান্না জানিয়েছেন, তিনি আপস করতে রাজি নন—"আপ রামের চরিত্রে রাবণ দেখানো ব্যক্তিকে আনতে পারেন না। আজকের প্রজন্মের কাছে শক্তিমান খুবই জরুরি। কিন্তু কখন আসবে, তা আমিও জানি না।" কিছুদিন ধরে জোর গুঞ্জন চলছে যে শক্তিমানের ভূমিকায় রণবীর সিং অভিনয় করতে পারেন। খান্না সেই প্রসঙ্গেও খোলামেলা মত দেন— "রণবীর আমার অফিসে এসেছিলেন, তিন ঘণ্টা ধরে আমরা কথা বলেছিলাম। খুব ভালো অভিনেতা, খুব ভালো মানুষ। কিন্তু আমার মনে হয়েছে, তাকে শক্তিমানের ভূমিকায় নেওয়া ঠিক হবে না। আমি এই বিষয়ে অনড়।" প্রয়োজনে আইনি লড়াইয়েও নামতে প্রস্তুত তিনি। "যদি আমার কথা না শোনো, তবে আমাকে বাদ দিয়েই শক্তিমান বানাও। কিন্তু যতক্ষণ পারব লড়াই করব। প্রয়োজনে আদালতে যাব।" 

১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দূরদর্শনে প্রচারিত শক্তিমান ছিল ভারতের প্রথম বড় সুপারহিরো টিভি অনুষ্ঠান। মুকেশ খান্না অভিনীত পণ্ডিত গঙ্গাধরের কাহিনি, যিনি গভীর ধ্যান ও পাঁচটি প্রাকৃতিক উপাদানের শক্তি অর্জন করে শক্তিমান হন, সেই সময়ে প্রায় ৪৫০টি পর্বে শিশু-কিশোরদের মন জয় করেছিল। নায়ক-খলনায়কের লড়াইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষাই ছিল শো-এর মূল আকর্ষণ। বর্তমানে ভক্তরা বড় পর্দায় সেই প্রিয় সুপারহিরোর প্রত্যাবর্তনের অপেক্ষায়, কিন্তু কাস্টিং জটিলতা ও মতবিরোধের কারণে প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।


You might also like!