Country

2 hours ago

valley weather update:ভারী বৃষ্টির পূর্বাভাস উপত্যকায়, হড়পা বান ও ভূমিধসের আশঙ্কা

flood risk in valley
flood risk in valley

 

শ্রীনগর, ২৩ আগস্ট : জম্মু ও কাশ্মীরে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আগস্ট পর্যন্ত মধ্যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। জম্মু, রিয়াসি, উধমপুর, রাজৌরি, কাঠুয়া এবং সাম্বায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু, রিয়াসি, উধমপুর, সাম্বা, কাঠুয়া, রাজৌরি, অনন্তনাগ এবং কুলগামে বৃষ্টির প্রভাব বেশি থাকবে। আবার পুঞ্চ, রামবান, ডোডা এবং কিশতওয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আবহাওয়া আবারও গরম এবং আর্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে, ওই সময়ে কিছু জায়গায় অল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!