Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Country

2 hours ago

August 15 Independence Day:"২৬ জানুয়ারি নয়, কেন ১৫ অগস্ট হলো স্বাধীনতা দিবস? জানুন ইতিহাস"

August 15 Independence Day
August 15 Independence Day

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :রাত পোহালেই ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতিকে ভাষণ দেবেন। স্বাধীনতার শতবর্ষের দিকে এগোতে চলেছে দেশটি, আর এই দিনে দাঁড়িয়ে ফিরে দেখা জরুরি—কীভাবে সংগ্রাম, ত্যাগ ও সাহসের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা অর্জন করেছিল।

ব্রিটিশ শাসনের অধীনে ২০০ বছর কেটেছে। ভারতে স্বাধীনতা আন্দোলনের ধিকিধিকি আঁচ জ্বলছিল অনেকদিন ধরে। ১৯২৯ সালে জওহরলাল নেহরু প্রথম ডাক দেন পূর্ণ স্বরাজের। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসুর হাত ধরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠে আপামর দেশবাসী। সেই সময় স্থির হয়, ২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হবে। পরে যখন লাগাতার আন্দোলন, বিদ্রোহের মুখে পড়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা, তখনই দেশভাগও স্থির হয়। বদলে যায় ভারতের স্বাধীনতা দিবসও।

দেশভাগের সময়  মাউনটব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের, সেখানে বলা হয়েছিল দেশভাগ শেষ হতে ১৯৪৮ সালের ৩০ জুন হয়ে যাবে। অর্থাৎ স্বাধীনতা আরও এক বছর পিছিয়ে যেত। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ। তারা আলাদা দেশের দাবি করতে থাকে। এরপরই লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে আনেন।  

ব্রিটিশ হাউজ অব কমন্সে ৪ জুলাই ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং ১৮ জুলাই তা গৃহীত হয়। ওই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব মেনেই ১৯৪৭ সালের ১৪ অগস্টের মধ্য রাতে দুই ভাগে ভাগ করা হয় তৎকালীন ভারতবর্ষকে। ১৫ অগস্টের মধ্য রাতে, ঘড়ির কাটা ১২ টা পার করতেই ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় ভারত। দ্বিখণ্ডিত ভারতের অপর অংশ পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ অগস্ট।

You might also like!