পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সিআরপিএফ-এর উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার একটি স্কুলে স্কুল পড়ুয়াদের মধ্যে উদযাপিত হল হর ঘর তিরঙ্গা অভিযান। ৭৮-তম স্বাধীনতা দিবসের আগে বৃহস্পতিবার সিআরপিএফ-এর ২৩২-তম মহিলা ব্যাটালিয়ন পশ্চিম মেদিনীপুরের শেখপুরা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে 'হর ঘর তিরঙ্গা' অভিযানে শামিল হয়, পড়ুয়াদের মধ্যে পতাকা বিতরণ করা হয়।
শেখপুরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশ্বিনী মাইতি বলেন, "আমি খুব গর্বিত বোধ করছি। সিআরপিএফের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশের জন্য অবদান রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমি সকলকে স্বাধীনতা দিবসে তিরঙ্গা উত্তোলনের আহ্বান জানাই।"