মুম্বই ও নয়াদিল্লি, ৫ আগস্ট : রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অনিল আম্বানি মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন। ১৭ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির প্রতারণার মামলায় এদিন দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন অনিল আম্বানি।
১৭,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলার তদন্তের অংশ হিসেবে, গত ১ আগস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। সেই মতো মঙ্গলবার সকালেই মুম্বই থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। মুম্বই থেকে দিল্লিতে পৌঁছে ইডি-র তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছেন অনিল।