নয়াদিল্লি, ১২ আগস্ট : এসআইআর প্রত্যাহার এবং ‘ভোট চুরি’ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল সংসদ চত্বর। বিরোধী ‘ইন্ডি’ জোটের সাংসদেরা এ দিন কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ-অবস্থান শুরু করেছেন। বিক্ষোভে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ বেশ কিছু বিরোধী নেতা-নেত্রীকে এ দিন ‘মিনতা দেবী’-র ছবি দেওয়া টি-শার্ট পরতে দেখা গিয়েছে।
অভিযোগ, ভোটার তালিকায় মিনতা দেবীর বয়স দেখা যাচ্ছে ১২৪ বছর। বিষয়টি নিয়ে বিরোধী-আক্রমণের মুখে পড়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস নেতা পবন খেরা এ নিয়েই মঙ্গলবার সকালে এক্স-এ একটি পোস্ট করেছেন। যেখানে তিনি কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে খোঁচা দিয়ে লিখেছেন, মিনতা দেবীর নাম আমরা সগর্বে গিনেস বুকে তোলার জন্য মনোনীত করতে চাই। কারণ উনি হচ্ছেন ভারতের সবচেয়ে নবীন দেখতে প্রবীণা।